মুহাম্মদ ইয়াহিয়া

Co-Lead
Yahya

মুহাম্মদ ইয়াহিয়া একজন উইকিমিডিয়া স্টুয়ার্ড এবং ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক। তিনি বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে বেশ কিছু উচ্চতর ব্যবহারকারী অধিকার ধারণ করেন, যার মধ্যে রয়েছে তার মাতৃপ্রকল্প বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক, গোপনকারী এবং ইন্টারফেস প্রশাসক হিসেবে ভূমিকা পালন। এছাড়াও, তিনি উইকিউপাত্ত ও বাংলা উইকিভ্রমণে প্রশাসক এবং কেন্দ্রীয় বিজ্ঞপ্তি প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন-উইকির বাইরেও ইয়াহিয়া বিভিন্ন সম্পাদনা প্রতিযোগিতা, অফলাইন ইভেন্ট আয়োজনসহ নানাবিধ সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি উইকিম্যানিয়া ২০২৫ স্কলারশিপ ওয়ার্কিং গ্রুপের সদস্য ছিলেন, উইকিম্যানিয়া বাংলাদেশ ২০২২-এর মূল আয়োজক দলের সদস্য ছিলেন এবং বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর অপারেশনস দলে কাজ করেছেন। এছাড়াও, তিনি অসংখ্য অনলাইন ও অফলাইন ইভেন্টের নেতৃত্ব প্রদান এবং কর্মশালা পরিচালনা করেছেন।

Blogs